চট্টগ্রাম, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাণের টানে, নতুনের আবাহনে বাংলা নতুন বছর বরণ করা হয় চট্টগ্রামে। গরম উপেক্ষা করেও নতুন দিনের প্রত্যাশায় বাঙালির চিরায়ত এ উৎসব মেতেছে নগরবাসী।
পহেলা বৈশাখের অনুষ্ঠানমালা ঘিরে সকাল থেকেই নগরীর ডিসি হিল চত্বর ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। এছাড়া নগরীর সিআরবি এলাকায় দ্বিতীয়বারের মতো আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠানমালায়ও মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
বর্ষবরণে নানা রঙের শাড়ি পাঞ্জাবি পরা তরুণ-তরুণীদের ভিড়ে ঐতিহ্যবাহী ডিসি হিল এলাকায় বর্ণিল আবহ তৈরি হয়। তারুণ্যের উচ্ছ্বাস, প্রবীণদের আবেগ ও শিশু-কিশোরদের উদ্দামতা আর সংগীত, আবৃত্তি ও ঢোল-বাঁশির সুর পুরো এলাকায় যেন প্রাণের জোয়ার বয়ে যায়।
নববর্ষ উপলক্ষে ডিসি হিল চত্বর ও আশপাশের এলাকায় র্যাব-পুলিশ নিয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সুশৃঙ্খলভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করছে নানা বয়সী মানুষ। ভোর থেকে শুরু হওয়া দর্শনার্থীদের এ সারি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বড় হচ্ছে।
ডিসি হিলে বন্ধুদের নিয়ে বেড়াতে আসা চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মৃন্ময় মন্টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নববর্ষ আমাদের প্রাণের উৎসব। এ দিন ঘরে বসে থাকার কোনো মানে হয় না। স্কুল বয়েস থেকে ডিসি হিলে বর্ষবরণের উৎসবে আসছি। আগে বাবা-মার সঙ্গে আসতাম, এখন এসেছি বন্ধুরা মিলে।"
ডিসি হিলে স্ত্রী-কন্যা নিয়ে আসা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কম্পিউটার প্রকৌশলী সুব্রত বড়