ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ২৪ডটকম)- রাজনৈতিক প্রতিহিংসা ও নানা কারণে বিগত সরকারের সময়ে দায়ের করা 'হয়রানিমূলক' মামলা প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। জেলা ও মন্ত্রণালয় পর্যায়ের দুটি কমিটির সুপারিশের ভিত্তিতে পর্যায়ক্রমে এসব মামলা প্রত্যাহার করা হবে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার এক ঘোষণায় ওই দুটি কমিটি গঠন ও কমিটির কর্মপদ্ধতির কথা জানানো হয়।
এতে বলা হয়, আগামী ১৫ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মামলা প্রত্যাহারের আবেদন করতে হবে। হয়রানির উদ্দেশে মামলা দায়ের করা হয়েছে- প্রমাণিত হলেই কেবল জেলা কমিটি সরকারের কাছে সুপারিশ করবে। জেলা কমিটির কাছ থেকে সুপারিশ পাওয়ার পর মন্ত্রণালয় পর্যায়ের কমিটি তা পরীক্ষা-নিরীক্ষা করে প্রত্যাহারযোগ্য মামলার তালিকা করবে। এর পর
মামলা প্রত্যাহারের কার্যক্রম গ্রহণ করবে।
তবে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর আওতাধীন কিছু মামলা কমিশনের লিখিত আদেশ ছাড়া প্রত্যাহার করা যাবে না বলে এ ধরনের মামলা চিিহ্নত করে তালিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ধরণের মামলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
গঠিত দুই কমিটির মধ্যে জেলা পর্যায়ের কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন জেলা ম্যাজিস্ট্রেট। পুলিশ সুপার (মহানগরের ক্ষেত্রে উপপুলিশ কমিশনার) ও পাবলিক প্রসিকিউটর ( মহানগরের ক্ষেত্রে মহানগর পাবলিক প্রসিকিউটর) থাকবেন সদস্য হিসেবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয় পর্যায়ের কমিটিতে থাকবেন- সভাপতি আইন প্রতিমন্ত্রী, সহসভাপতি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সদস্য স্বরাষ্ট্র সচিব, অতিরিক্ত সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যুগ্ন সচিব (পুলিশ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি। কমিটির সদস্য সচিব হবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব (আইন)।
বিডিনিউজ২৪ডটকম/এলএইচ/এএল/এসকে/২৩৫৮ঘ.