ঢাকা, ১৯ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোপেনহেগেন জলবায়ু সম্মেলন একটি 'যৌক্তিক সমাপ্তিতে' পৌঁছানোর সাফল্য অর্জন করেছে মন্তব্য করে তার সন্তুষ্টি প্রকাশ করেছেন।
শনিবার ডেনমার্কের প্রতিবেশী সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে তিনি এ অভিমত দেন বলে সরকারী এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
শেখ হাসিনা ভাষণে বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর বেশিরভাগ উদ্বেগের বিষয় বিবেচনায় নিয়ে একটি ঐকমত্য হয়েছে। তিনি বলেন," কিছু বিষয় আছে যা আগামীতে চূড়ান্ত হবে।"
কোপেনহেগেন সম্মেলনে উষ্ণতা বৃদ্ধি ও কার্বন হ্রাসের মাত্রা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে সর্বসম্মতিতে পৌঁছানো না গেলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রধান কয়েকটি শিল্পায়িত ও উঠতি শিল্পায়িত দেশ একটি সমঝোতামূলক খসড়ার ব্যাপারে একমত হয়। তবে অনেক ক্ষুদ্র ও দরিদ্র দেশ সম্মেলনের প্রাপ্তি নিয়ে হতাশা ব্যক্ত করেছে।
প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের সম্ভাব্য বিপদ এবং তা মোকাবেলায় নিজস্ব তহবিল গঠনসহ বিভিন্ন প্রস্তুতি তুলে ধরেন।
শেখ হাসিনা ভাষণের শুরুতে সুইডেনের সঙ্গে তার অতীত স্মৃতিচারণ করেন। ১৯৬৯ সালে স্বামী ওয়াজেদ মিয়ার সঙ্গে তরুণ এক দম্পতি হিসেবে সেখানে বেড়ানোর স্মৃতির উল্লেখ করেন তিনি। হাসিনা বাংলাদেশের রাজনৈতিক উত্থান-পতনের ইতিহাস, বিভিন্ন ক্ষেত্রে অর্জন এবং তার সরকারের 'সাফল্যের' উদাহরণও তুলে ধরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/০০১৫ঘ.