প্রকৌশলীকে মারধর, অপুকে রিমান্ডে চায় পুলিশ
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2020 02:21 PM BdST Updated: 04 Aug 2020 02:29 PM BdST
রাজধানীর উত্তরায় সড়ক আটকে ভিডিও তৈরির সময় ওই পথ পেরোতে চাওয়া এক ব্যক্তিকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ইয়াছিন আরাফাত অপুকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার অপু (২০) নোয়াখালীর সোনাইমুড়ীর বাসিন্দা শহীদ ইসলামের ছেলে। তিনি দক্ষিণখানের গোয়ালটেক এলাকায় থাকেন।
জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নিতে মঙ্গলবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে বলে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আদিল হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় আলাউল এভিনিউ দিয়ে ব্যক্তিগত গাড়ি চালিয়ে যাচ্ছিলেন প্রকৌশলী মেহেদি হাসান রবিন। তার সঙ্গে কয়েকজন বন্ধুও ছিলেন।
“সেখানে সড়ক আটকে অপু ও তার সহযোগীরা টিকটক বানাচ্ছিল। রবিন রাস্তা আটকানো দেখে হর্ন বাজান। এতে ক্ষিপ্ত হয়ে অপু ও তার সহযোগীরা রবিনসহ তার বন্ধুদের মারধর করেন। এতে রবিন এবং বাকি দুজন গুরুতর আহত হন। তাদের মাথায় সেলাই করতে হয়েছে।”
এঘটনায় গুরুতর জখমের অভিযোগে রবিনের বাবা থানায় মামলা করার পর অপু ও এক সহযোগী নাজমুলকে (২১) গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।
তিনি বলেন, তিনদিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
-
স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
-
দুদকের মহাপরিচালক মফিজুর রহমানের মৃত্যু
-
টেকসই উন্নয়ন নিশ্চিতে চাই জেন্ডার সমতা: টিআইবি
-
পেশেন্ট কেয়ারদের নার্স হিসেবে নিবন্ধন না দেওয়ার দাবি
-
৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি
-
নারী দিবসের প্রথম প্রহরে মোমবাতি জ্বেলে শপথ
-
শাহবাগে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ছয়জনের জামিন
-
হজ: এজেন্সি লাইসন্সের মেয়াদ ৩ বছর বহাল রাখার দাবি
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে