নবগঠিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।
Published : 30 Dec 2019, 10:48 PM
এনায়েতকে প্রেষণে এই পদে নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত ২৪ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় 'স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর' গঠন করা হয়।
সরকারি-বেসরকারি স্বাস্থ্য শিক্ষার মান নিশ্চিত করতে এই অধিদপ্তর গঠন করেছে সরকার।
এতদিন সরকারি-বেসরকারি স্বাস্থ্য শিক্ষার মান সংক্রান্ত বিষয়গুলো স্বাস্থ্য অধিদপ্তর দেখভাল করত।