বিআরটিএ’র সব দপ্তরকে ধূমপানমুক্ত ঘোষণা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদরদপ্তরসহ সব কার্যালয়কে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2019, 07:33 PM
Updated : 25 May 2019, 07:33 PM

কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মশিউর রহমান ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ )আইন ২০০৫’ এর আলোকে গত ১৯ মে এই ঘোষণা দিয়ে নেটিশ জারি করেন।

ওই নোটিশে বিআরটিএ’র সদর কার্যালয় ও সব বিভাগীয় অফিস এবং সার্কেল অফিসগুলোকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণা এবং এ আইন অনুযায়ী সর্তকবার্তা অফিসের দৃশ্যমান স্থানে একাধিক জায়গায় প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।

আগামী দুই মাসের মধ্যে তা বাস্তবায়ন নিশ্চিত করার জন্য নোটিশে উল্লেখ করে বলা হয়, “অন্যথায় আগামী ১ অগাস্ট থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারীকে আইন অনুসারে জরিমানার আওতায় আনা হবে।”

ঢাকা আহ্ছানিয়া মিশন শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ বাস্তবায়নে সরকারের বিভিন্ন সংস্থার সাথে কাজ করছে তারা। এই আলোকে গত ২৫ মার্চ একসভায় বিআরটিএ এই পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়।