হত্যামামলায় দুই ভাইয়ের ফাঁসির রায়

ঢাকার খিলগাঁওয়ের এক কিশোরকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2019, 05:32 PM
Updated : 15 April 2019, 05:32 PM

দণ্ডিত শাহাদাত হোসেন বাবু (৪২) ও মো. সাজ্জাদ হোসেন পিপলু (৩৪) সহোদর। তারা সবুজবাগের ১৭ নম্বর উত্তর মাদারটেকের মৃত মো. সায়েদ আলীর ছেলে।

আট বছর আগে আহমেদ আলীকে (১৫) হত্যার দায়ে ওই দুই ভাইকে সোমবার মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলম।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি মো. গুলজার হোসেন, বাদল হোসেন ও মো. রমিজ উদ্দিনকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।

এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ভাইয়ের বাবা সায়েদ আলী এবং মো. মিলন মিয়া নামের আরেকজন আসামি ছিলেন। বিচারকালীন অবস্থায় মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

আহমদের মা নার্গিস আক্তারকে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা চালিয়ে যাচ্ছিল আসামিরা। তার ধারাবাহিকতায় ২০১১ সালের ১১ মে রাতে আহমেদ আলীকে একা পেয়ে গলাকেটে হত্যা করা হয়।

তদন্তের পর ডিবির পরিদর্শক সাদিক মজিবুর রহমান ২০১২ সালের ১৭ এপ্রিল আদালতে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরের বছর ২ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

৩১ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য নিয়ে সোমবার রায় দিল আদালত।