ইউল্যাবে আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্র সম্মেলন অনুষ্ঠিত

ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) দুই দিনব্যাপী চতুর্থ আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্র সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2018, 06:48 PM
Updated : 22 April 2018, 06:48 PM

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ও মানবিক বিভাগের উদ্যোগে ২১ ও ২২ এপ্রিলের এই আয়োজনে এগারটি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, এই আয়োজন অ্যাকাডেমিক ও সাংস্কৃতিক-দুই ভাগে বিভক্ত ছিল। প্রথম দিন অ্যাকাডেমিক অংশে বিশ্ববিদ্যালয়গুলো থকে শিক্ষার্থীরা গবেষণাপত্র উপস্থাপন করেন। দ্বিতীয় দিন ছিল সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে বিশ্ববিদ্যালয়গুলো থেকে সাতটি দল অংশ নেয়।

কনফারেন্সে সেরা উপস্থাপনা হিসেবে বিবেচিত হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এসএম মাহফুজুর রহমানের গবেষণাপত্র। ইউল্যাবের জ্যাকলিন বোস রানার আপ হন।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশনা সেরা এবং ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক দ্বিতীয় হয়।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক জহিরুল হক অনুস্থানে উপস্থিত ছিলেন।