এমপির শপথ নিলেন সংগ্রাম ও শামীম

মৃত্যুর কারণে খালি হওয়া দুই আসনের উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম ও জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী শপথ নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2018, 08:45 AM
Updated : 21 March 2018, 09:09 AM

বুধবার সংসদ ভবনে নতুন দুই সংসদ সদস্যকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথ পড়ান বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংসদ সচিব আব্দুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

গত ১৩ মার্চ দুই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।  ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রাম ৮৩ হাজার ২৯৬ ভোট পেয়ে জয়লাভ করেন।

গত ১৬ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে শামীম হায়দার ৭৮ হাজার ৯২৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন গুলিতে মারা গেলে আসনটি শূন্য হয়।

পরের বছর প্রথম দফা উপ-নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হন।সড়ক দুর্ঘটনায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ডিসেম্বর মোস্তফা মারা গেলে আবার এ আসনটি শূন্য হয়।

লিটনের আগেও এ আসনটি জাতীয় পার্টির দখলে ছিল।

সংসদ ভবনের শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, প্রধান হুইপ আসম ফিরোজ, হুইপ শহীদুজ্জামান সরকার, হুইপ শাহাব উদ্দিন, জাতীয় পার্টির ফখরুল ইমাম, বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী, নূর-ই-হাসনা লিলি চৌধুরী উপস্থিত ছিলেন।