ফের ফুলকোর্ট সভা ডেকেছেন দায়িত্বরত প্রধান বিচারপতি

চলতি মাসে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে ফের ফুলকোর্ট সভায় বসতে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2017, 03:43 PM
Updated : 23 Oct 2017, 03:43 PM

সোমবার হাই কোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) সোহাগ রঞ্জন পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী বুধবার ফুল কোর্ট সভার আহ্বানের কথা জানানো হয়।

প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়ে সুপ্রিম কোর্টের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছিল, তা সহকর্মীদের কাছে তুলে ধরতে সর্বশেষ গত ৬ অক্টোবর ফুল কোর্ট সভা ডেকেছিলেন দায়িত্বরত প্রধান বিচারপতি।

বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞা প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর এর আগে গত ১৬ অক্টোবর ও ৩ অক্টোবর ফুলকোর্ট সভা করেছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ২৫ অক্টোবর বুধবার বিকেল ৪টা ১০ ঘটিকায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।”

সুপ্রিম কোর্ট প্রশাসনের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, কোন তারিখে সুপ্রিম কোর্ট দিবস পালন হবে, সেটা এ সভায় আলোচনা হতে পারে।