চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বঙ্কবিহারী দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ।
Published : 22 Jul 2015, 09:14 PM
বুধবার দুপুরে শহরের সাধারণ পাঠাগারে এ সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা শিবগঞ্জ পৌর সভার ৯ নং ওয়ার্ডের কমিশনার আব্দুস সালাম এ জমি দখল করেছেন বলে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মোহিত কুমার দাঁ।
নেতারা বলেন, ‘আওয়ামী লীগের নাম ভাঙিয়ে’ ওয়ার্ড কমিশনার আব্দুস সালাম শিবগঞ্জে অবস্থিত শ্রী শ্রী বঙ্কবিহারী দেবোত্তর এস্টেটের মন্দির ও তার মালিকানাধীন ৬৮ বিঘা কৃষিজমিসহ পুকুর গ্রাস করার জন্য কয়েক দফা হামলা চালিয়ে ভাংচুর করেন।
ওইসব ঘটনায় থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে তারা অভিযোগ করেন।
সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি মনোরঞ্জন সরকার, উপজেলা সম্পাদক শ্রী কুনাল মুখার্জী, হিন্দু সম্প্রাদায়ের নেতা কমল কৃমার ত্রিবেদী।
এছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অনিল কুমার সরকার উপস্থিত ছিলেন।
তবে ওয়ার্ড কমিশনার আব্দুস সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি যথাযথ নিয়ম মেনে জমি লিজ নিয়েছেন বলে দাবি করেন।