ঢাকায় ব্যাটারিচালিত রিকশা সীমিত করার তাগিদ দিয়েছেন তিনি।
Published : 21 Jan 2025, 04:17 PM
পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ঢাকার উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম দেশত্যাগ করেছেন বলে ধারণা ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর।
তার ভাষ্যে, “আমরা তাকে খু্ব ধরার চেষ্টা করছি। তবে আমার ধারণা- সে হয়তো এদেশে আর নেই, ইন্ডিয়া বা অন্য কোথাও পালিয়ে গেছে।”
গত ৯ জানুয়ারি দুপুরে উত্তরা পূর্ব থানা হেফাজত থেকে পালিয়ে যান শাহ আলম, যিনি তার আগের দিন বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের এক মামলায় কুষ্টিয়া থেকে গ্রেপ্তার হয়েছিলেন।
ওই ঘটনায় দায়িত্বে ‘অবহেলার’অভিযোগে সেদিনই এএসআই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। আর পরদিন ওসি মহিবুল্লাহকে প্রত্যাহার করে নেয় ডিএমপি সদর দপ্তর।
মঙ্গলবার দুপুরে ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।
এক প্রশ্নের জবাবে সাজ্জাত আলী বলেন, “সাবেক ওসিকে আমরা কুষ্টিয়া থেকে ধরে এনেছিলাম। পালানোর পর প্রশ্ন উঠেছে যে, পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। আমরা ছেড়ে দেবার জন্য তো ধরিনি। যদি ছেড়েই দেব- তাহলে কুষ্টিয়া থেকে ধরে আনার দরকার ছিল না, সেখানেই তো ছেড়ে দিতে পারতো পুলিশ।
“বাস্তব কথা হচ্ছে যে, একটু সহানুভূতি দেখাতে গিয়েছিল পুলিশ সদস্যরা। হাজতখানায় না ঢুকিয়ে একজন পুলিশ অফিসারের রুমে রাখা হয়। হাজতে থাকলে হয়তো পালাতে পারতো না। একজনকে দায়িত্বে রাখা হয়েছিল, সেখানে সে হয়তো কেয়ারলেস হয়েছিল, এর ফাঁকে সেই সাবেক ওসি পালিয়ে গেছে।”
শাহ আলম কুষ্টিয়ার প্রশিক্ষণকেন্দ্রে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সরকার বদলের পর তাকে সেখানে বদলি করা হয়েছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১ অগাস্ট উত্তরা পূর্ব থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন শাহ আলম। আন্দোলনের সময়কার ভূমিকা নিয়ে গত ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে আসামি করা হয়।
কথা প্রসঙ্গে ঢাকায় ব্যাটারিচালিত রিকশাকে ‘সুনির্দিষ্ট সংখ্যায়’ সীমিত করার তাগিদ দিয়ে সাজ্জাত আলী বলেন, “আমার এই শহরের কী ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটির উপর নির্ভর করে আমি এতো লাইসেন্স দেব। আপনারা আমাদেরকে হয়তো বলবেন আমরা এটা নিয়ন্ত্রণ করি না। এটা নিয়ন্ত্রণের বা লাইসেন্সিংয়ের দায়িত্ব তো সিটি করপোরেশনের।
“তাকে লাইসেন্সটা নিতে হবে, একটা লিস্ট থাকবে। তার গাড়িতে লাইসেন্সটা টানানো থাকুক বা ডুপ্লিকেট ঝুলানো থাকুক লেমনিটিং করে। একটা কিছু করেন। এটার একটা সংখ্যা দরকার, লাইসেন্সিং করা দরকার, একটা অথরিটির আন্ডারে রেগুলশন দরকার।”
লাইসেন্স না থানায় ঢাকার আশপাশ থেকেও ব্যাটারির রিকশা ঢুকে পড়ছে জানিয়ে তিনি বলেন, “তারা সারাদিন কাজ করতেছে, কাজ করে আবার হয়তো রাতে ফেরত যাচ্ছে। একটা লাইসেন্সিংয়ের আন্ডারে না আনলে কিছুই করা যাবে না।
“যদি লাইসেন্সিংয়ের আন্ডারে আনা যায়, তাহলে ওই গাড়িগুলো ঢুকবে না। আমার পুলিশ বলবে তুমি তো মুন্সীগঞ্জের, তুমি মেট্রোপলিটনে ঢুকছ কেন?”
এসবের দায়িত্ব ডিএমপিকে দেওয়া হলে তা নিতে প্রস্তুত বলেও মন্তব্য করেন কমিশনার সাজ্জাত আলী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ক্র্যাবের নবনির্বাচিত কমিটির সভাপতি মির্জা মেহেদী তমাল, সহ-সভাপতি উমর ফারুক আল হাদী, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্সহ অন্যান্যরা। আর পুলিশের তরফে ছিলেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম।