এক ক্লিকেই মামলার আদ্যোপান্ত জানাবে 'সলট্র্যাক’

অনলাইনে সলট্র্যাক সিস্টেমকে বলা হচ্ছে সরকারি মামলার অবস্থা জানার একটি সহজ মাধ্যম।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2023, 11:02 AM
Updated : 5 March 2023, 11:02 AM

সরকারি কোনো মামলা কোন পর্যায়ে আছে সেই তথ্য এখন থেকে এক ক্লিকেই জানাবে নথি ট্র্যাকিং সিস্টেম 'সলট্র্যাক’।

রোববার ঢাকার বিচার প্রশাসন ইনস্টিটিউটে এই অনলাইন নথি ট্র্যাকিং সিস্টেম উদ্বোধন করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “এতে করে মামলা দ্রুত অনুসন্ধান করে নিষ্পত্তিতে সহজ হবে।“

সরকারি মামলা জানার একটি সহজ মাধ্যম হল www.soltrack.gov.bd । বিচারকাজকে সহজে এগিয়ে নিতে ঘরে বসে বা যে কোন জায়গা থেকে অনলাইনে www.soltrack.gov.bd-এ লগ ইন করে মামলার তথ্য জানা যাবে। 

এই ট্র্যাকিং সিস্টেমের সুবিধা পেতে হলে প্রথম ধাপ নিবন্ধন করা। নিবন্ধনের জন্য ক্লিক করতে হবে https://soltrack.gov.bd/registration/  লিংকে। এরপর একটি নিবন্ধন ফরম আসবে। সেই ফরমে কী কী তথ্য দিয়ে কীভাবে নিবন্ধন করতে হবে সেটি নিচে বিস্তারিত দেওয়া আছে।

নিবন্ধন শেষ হলে নিবন্ধনকারীকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। প্রতিটি সরকারি দপ্তরের জন্য একবার নিবন্ধন করলেই চলবে।

সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর, বিভাগীয় কমিশনার এবং সারাদেশের সব ধরনের সরকারি প্রতিষ্ঠানের পক্ষে সলিসিটর অনুবিভাগ সুপ্রিম কোর্টে (হাইকোর্ট ও আপিল বিভাগ) মামলা পরিচালনা করে থাকে।

কিন্তু প্রত্যাশী সংস্থাগুলো বেশিরভাগ সময়েই মামলার হালনাগাদ তথ্য সম্পর্কে জানতে পারে না। 

এখন থেকে সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৫৩ টি অধিদপ্তর, ৮ টি বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয়ের মত প্রত্যাশী সংস্থাগুলো এই ট্র্যাকিং সিস্টেমে গিয়ে তাদের মামলার সর্বশেষ অবস্থা জানতে পারবে।