“সম্পাদক পরিষদ মনে করে, কোনো পত্রিকার পরিবেশিত কোনো সংবাদ বা সম্পাদকীয় নীতিমালা নিয়ে কারো কোনো ভিন্নমত থাকলে তিনি যেকোনো মাধ্যমে নিজের বুদ্ধিবৃত্তিক অবস্থান ও বক্তব্য তুলে ধরতে পারেন।”
Published : 26 Nov 2024, 05:48 PM
দেশের গণমাধ্যমসহ সব ধরনের প্রতিষ্ঠানে হামলার ঘটনার প্রেক্ষাপটে ‘মব জাস্টিসের’ বিরুদ্ধে সরকারের কঠোর ভূমিকা চেয়েছে সম্পাদক পরিষদ।
মঙ্গলবার সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সংবাদমাধ্যমগুলোর স্বাধীনতার ওপর নানাভাবে অব্যাহত আক্রমণে উদ্বেগ প্রকাশ করা হয়।
সম্প্রতি দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ের সামনে অবস্থান, হামলা ও ভাঙচুরের ঘটনাও উঠে এসেছে বিজ্ঞপ্তিতে।
প্রথম আলোকে ‘ভারতপন্থি’ আখ্যা দিয়ে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছে একদল লোক। এর ধারাবাহিকতায় তারা রোববার কারওয়ান বাজারে ওই পত্রিকা অফিসের সামনে ‘জিয়াফত’ কর্মসূচি পালনের ডাক দেয়।
ওই কর্মসূচিতে যোগ দেওয়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
ঢাকার বাইরে কয়েটি স্থানেও আক্রান্ত হয়েছে দৈনিক প্রথম আলোরর কার্যালয়।
সম্পাদক পরিষদ বরেছে, “গত কয়েকদিন ধরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করেছেন কিছু ব্যক্তি। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন। এখনো প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা হুমকিতে রয়েছে।”
এ বিষয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) উদ্বেগ জানিয়ে নিন্দা প্রকাশ করেছে। পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এ ধরনের ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি আইনি ব্যবস্থার বার্তা দিয়েছেন, যাকে ইতিবাচক হিসেবে দেখছে সম্পাদক পরিষদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সম্পাদক পরিষদ মনে করে, কোনো পত্রিকার পরিবেশিত কোনো সংবাদ বা সম্পাদকীয় নীতিমালা নিয়ে কারো কোনো ভিন্নমত থাকলে তিনি যেকোনো মাধ্যমে নিজের বুদ্ধিবৃত্তিক অবস্থান ও বক্তব্য তুলে ধরতে পারেন। কিন্তু এভাবে বিশৃঙ্খলার চেষ্টা সংবাদমাধ্যমে সাংবাদিকতার চর্চা ও পরিবেশকে ব্যাহত করছে।”
এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ।
“পাশাপাশি গণমাধ্যমসহ সব ধরনের প্রতিষ্ঠানে ‘মব জাস্টিস’ কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।”
সব পক্ষের প্রতি সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থি কার্যক্রম থেকে বিরত থাকারও অনুরোধ জানিয়েছে সম্পাদক পরিষদ।