সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিদেশে অর্থ পাচার ও আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
Published : 02 Feb 2025, 03:46 PM
আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
অন্য তিনজন হলেন- অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ফরিদ আজিজ, বেনাপোল কাস্টম হাউজের সাবেক কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ও তার স্ত্রী হোসনা ফেরদৌস সুমি।
রোববার দুদকের পৃথক তিনটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের উপসহকারী পরিচালক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদকের পক্ষ থেকে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে তিনটি আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম। আবেদনের উপর শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে ঠিকাদারী কাজে কমিশন গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত করে বিদেশে পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান থাকায় তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ফরিদ আজিজের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শিহাব সালাম।
ফরিদ আজিজসহ অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার এবং আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুই সদস্য বিশিষ্ট অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
অনুসন্ধানে ফরিদ আজিজের গোপনে দেশত্যাগের চেষ্টার তথ্য পাওয়ায় আবেদনটি করা হয়।
বেনাপোল কাস্টম হাউজের সাবেক কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী তার স্ত্রী হোসনা ফেরদৌস সুমির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপ পরিচালক মো. সালাউদ্দিন। আবেদনের ওপর শুনানি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।
বেলাল হোসাইনের বিরুদ্ধে হাজার কোটি টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
অনুসন্ধানে মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী সপরিবারে গোপনে দেশ ছাড়ার চেষ্টা করছেন জানিয়ে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।