ঢাকা মহানগর হাকিম নাজমিন আক্তারের আদালতে মামলার আবেদনটি করা হয়।
Published : 28 Jan 2025, 09:27 PM
প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নামে করা ট্রাস্টের সাবেক চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক; তাতে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম নাজমিন আক্তারের আদালতে মামলার আবেদনটি করা হয় বলে তথ্য দিয়েছেন বিদিশিার আইনজীবী মো. নজরুল ইসলাম সরদার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবেদন শুনানি শেষে অভিযোগ তদন্ত করে আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে ডিবি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন এরশাদ ট্রাস্টের সাবেক সদস্য ফখর-উজ-জামান জাহাঙ্গীর ও মনিরুজ্জামান টিপু।
আবেদনে বলা হয়েছে, ২২ জানুয়ারি সংবাদ সম্মেলন করে বিদিশা সিদ্দিক ও তার ছেলে শাহাতা জারাব এরিক এরশাদের বিরুদ্ধে মানহানি, আপত্তিকর, বিভ্রান্তিকর ও অপমানজনক মিথ্যা বক্তব্য দিয়েছেন কাজী মামুনসহ এ তিনজন।
তার আগে ২১ জানুয়ারি কাজী মামুন ‘এরশাদ ট্রাস্ট’ জোর করে দখলে রেখেছেন-এমন অভিযোগ তুলে প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর চিঠি দেওয়া হয় এরিক এরশাদের নামে। ওই চিঠি সংবাদমাধ্যমে পাঠান বিদিশা সিদ্দিক।
পরদিন সংবাদ সম্মেলন ডেকে এরশাদের রেখে যাওয়া সম্পত্তি বেদখলের পাল্টা অভিযোগ তোলেন এরশাদ ট্রাস্টের সাবেক চেয়ারম্যন কাজী মামুন ও সাবেক দুই সদস্য ফখর-উজ-জামান জাহাঙ্গীর ও মনিরুজ্জামান টিপু।
তারা দাবি করেন, ট্রাস্টের পক্ষ থেকে এরিকের খরচ বাবদ প্রতিমাসে বনানীর কুয়েত মৈত্রী মার্কেটে একটি দোকান, গুলশান ও বনানীতে দুটি ফ্ল্যাট থেকে পাওয়া ভাড়া মিলিয়ে প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়।
তবে বিদিশা তার মামলার আবেদনে অভিযোগ করেছেন, একাধিকবার কাজী মামুন, ফখর-উজ-জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা সময়ক্ষেপণ ও তালবাহানা করছেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাস্টের হিসাব বুঝিয়ে দেননি।
ট্রাস্টের অনিয়মকে ‘বৈধ’ করার জন্য সংবাদ সম্মেলন ডাকার বিষয়টি তুলে ধরে আবেদনে বলা হয়, কাজী মামুন দীর্ঘদিন ধরে এরশাদ ট্রাস্টের ‘অর্থ ইচ্ছামত নিয়ম বহির্ভূতভাবে খরচ করে আসছেন’। এরিক এরশাদ অসুস্থতা থাকা স্বত্বেও ট্রাস্টের সভাপতি ও সদস্যরা তাকে টাকা না দিয়ে ট্রাস্টের অর্থ লুটপাট করেছেন। এর প্রতিবাদ করায় বিদিশার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বক্তব্য দেন।
মামলার আবেদনে বিদিশিা বলেছেন, সংবাদ সম্মেলন করে তাকে ‘কলংকিত ও কালিমা লেপন’ করা হয়েছে। ছেলেসহ তাকে ‘জাতীয়, আন্তর্জাতিকভাবে, সামাজিকভাবে ও মানসিকভাবে মারাত্মক অপমানিত ও ক্ষতিগ্রস্ত’ করা হয়েছে। এ ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকা।