“কৃষিনির্ভর দেশে কীভাবে অর্থমন্ত্রী ভর্তুকি কমালেন, আমি নিশ্চিত নই। এর কোনো যুক্তি দেখি না”, বলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য।
Published : 13 Jun 2024, 09:32 PM
মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগের এই সময়ে কৃষিতে ভর্তুকি কমানোর প্রস্তাব করায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সমালোচনা করেছেন ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী। তিনি বলেছেন, “কৃষিনির্ভর দেশে কীভাবে অর্থমন্ত্রী ভর্তুকি কমালেন, আমি নিশ্চিত নই। এর কোনো যুক্তি দেখি না।”
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন নাসের শাহরিয়ার জাহেদী।
জাহেদী স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে হারিয়েছেন নৌকা মার্কার তাহজীব আলম সিদ্দিকীকে। তবে তিনি নিজেও ক্ষমতাসীন দলের রাজনীতিতে জড়িত। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি দলের মনোনয়ন না পেয়ে নির্বাচনে অংশ নেন।
জাহেদী বলেন, “এই বছর মূল্যস্ফীতি নিয়ে আলোচনা করছি। যার জন্য ৭৩৯ টি দ্রব্যের মূল্যকে বিবেচনা করা হয়, তার মধ্যে পাঁচশরও বেশি হচ্ছে কৃষিজাত পণ্য। মূল্যস্ফীতি কমাতে কৃষির উৎপাদন বাড়াতে হবে, কৃষককে ভর্তুকি দিতে হবে। অত্যন্ত দুঃখজনক, কৃষিতে ৩২ দশমিক ৭ শতাংশ ভর্তুকি কমিয়ে দেওয়া হয়েছে।”
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষিখাতে ১৭ হাজার ২৬১ কোটি টাকার ভর্তুকি ও প্রণোদনা প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে ভর্তুকি রাখা হয়েছে ২৫ হাজার ৬৪৪ কোটি টাকা। অর্থাৎ অর্থমন্ত্রী চলতি বাজেটের চেয়ে ৮ হাজার ৩৮৩ কোটি টাকা কমিয়েছে, শতকরা হিসাবে যা প্রায় ৩৩ শতাংশ।
ভর্তুকি গত বছরের সমান রাখা এবং দুঃস্থদের খাদ্য সহায়তা ভিজিএফ কর্মসূচিতে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার দাবিও জানান তিনি।
বাজেটের বরাদ্দ করা অর্থ যথাযথ ব্যবহার না করলে জনগণ সুফল পাবে না বলে উল্লেখ করে সরকার দলীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাছিম বলেন, “সরকারি ক্রয়নীতি তথা পিপিআরের সংশোধনের সময় আবার এসে গেছে। এটাকে যথাযথভাবে সংশোধন করে যথাযথভাবে সমন্বয় করে সরকারের টাকা অপচয়ের পথ বন্ধ করার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান করছি।”
এমপিওভুক্ত শিক্ষকদের অবসরভাতার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয় জানিয়ে তিনি এ সমস্যা সমাধানেও থোক বরাদ্দ দেওয়ার অনুরোধ করেন।
এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের কারণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শূন্যতায় ভুগছে জানিয়ে তিনি বলেন, “প্রায় ৬০ হাজার শিক্ষকের পদ শূন্য আছে। এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের বিধান বাতিল করে ‘যুগোপযোগী’ ও বিকেন্দ্রীকরণের মাধ্যমে গ্রাম পর্যায়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে একমাত্র উপায়।”
আওয়ামী লীগের ‘দুর্দিনের’ নেতা কর্মী ও ইতিহাস সংরক্ষণের জন্য আলাদা কমিশন গঠনের প্রস্তাবও করেন আলাউদ্দিন ।
১৯৭৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারটি পর্যায়ের আন্দোলন-সংগ্রামে যারা নিহত হয়েছেন তাদের ‘শহিদের’ মর্যাদা দেওয়া এবং মাসে অন্তত দুইটি দিন আওয়ামী লীগের দুর্দিনের নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করারও আহ্বান জানান ফেনী-১ আসনের এই সংসদ সদস্য।