ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মাহবুবুল হক এ আদেশ দেন।
Published : 22 Jan 2025, 07:43 PM
ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালের সামনে পড়ে থাকলেও রিকশাচালক মো. ইসমাইল চিকিৎসা না দিয়ে অবহেলার অভিযোগে গ্রেপ্তার চিকিৎসকসহ পাঁচজনকে জামিন দিয়েছে আদালত।
শুনানি নিয়ে বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মাহবুবুল হক এ আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) তারেক জুবায়ের এ তথ্য দিয়েছেন।
জামিন পাওয়া ব্যক্তিরা হলেন- ঢাকার রামপুরার ডেলটা হেলথকেয়ার হাসপাতালের চিকিৎসক সাদি বিন শামস, হাসপাতালের বিপণন কর্মকর্তা হাসান মিয়া, রক্ষণাবেক্ষণ কর্মকর্তা বোরহান উদ্দিন, নিরাপত্তা প্রহরী ইসমাঈল ও নাজিম উদ্দিন।
১৭ জানুয়ারি বিকালে ডেলটা হেলথকেয়ার হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ।
পরদিন ১৮ জানুয়ারি তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই হিরণ মোল্লার আবেদনে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। আন্দোলনে দমনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে।
১৯ জুলাই বিকালে রামপুরায় গুলিবিদ্ধ হয়ে ইসমাইলের মৃত্যু হয়।
আওয়ামী সরকারের পতনের পর লাকি বেগম হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন।