১৫ জানুয়ারি এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে লেবাননে ফেরার কথা থাকলেও ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটকে দেয়।
Published : 28 Jan 2025, 09:54 PM
ছুটিতে দেশে এসে আটকেপড়া ২০ বাংলাদেশি প্রবাসীকে লেবানন ফেরত পাঠিয়েছে সরকার।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রবাসীকল্যাণ, বেবিচক ও ইমিগ্রেশনের সঙ্গে সমন্বয় করে আমরা কাজটি করেছি।
“এয়ার অ্যারাবিয়া আমাদের অনুরোধ রেখেছে। ওই ২০ যাত্রী এরই মধ্যে লেবানন পৌঁছে গেছেন।”
লেবাননের ইসরায়েলি হামলার কারণে দেশটিতে বাংলাদেশি প্রবাসীদের না পাঠাতে গেল ১৩ অগাস্ট একটি নির্দেশনা দেয় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।
ফলে ১৫ জানুয়ারি এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে লেবাননে ফেরার কথা থাকলেও ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটকে দেয়।
এর প্রতিবাদে তারা বিমানবন্দরে বিক্ষোভ করেন। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে।
এরপর ১৬ জানুয়ারি এয়ার অ্যারাবিয়া, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে একটি চিঠি পাঠান বিমানবন্দরের নির্বাহী পরিচালক।
চিঠিতে বলা হয়, ওই ২০ জন লেবাননে কর্মরত আছেন। ফলে তাদেরকে ২০ জানুয়ারির মধ্যে ফ্লাইট দেওয়ার অনুরোধ জানান তিনি।
চিঠিতে কামরুল ইসলাম বলেন, “বোর্ডিং পাস পাওয়ার পর এয়ার অ্যারাবিয়ার কোনো রিফান্ড বা এক্সচেঞ্জের সুযোগ নেই, কিন্তু এসব ‘রেমিট্যান্স যোদ্ধা’ যেতে না পারলে সমস্যায় পড়বেন।”
চিঠির পরিপ্রেক্ষিতে ধাপে ধাপে ২৩ জানুয়ারির মধ্যে ২০ জনকেই লেবাননে পাঠায় এয়ার অ্যারাবিয়া কর্তৃপক্ষ।