গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই অসুস্থতার কারণ দেখিয়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তিনি।
Published : 14 Aug 2024, 07:57 PM
ক্ষমতা বদলের হওয়ায় সরকারের বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে পরিবর্তনের মধ্যে পদত্যাগ করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ।
বুধবার দুপুরের পর তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের বরাবরে পদত্যাগপত্র জমা দেন। সেখানে তিনি লিখেছেন, “বর্তমানে আমি অসুস্থ এবং উক্ত দায়িত্ব (চেয়ারম্যান, বিটিআরসি) পালনে অপারগ। তাই আমি স্বেচ্ছায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।”
এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
গত বছরের ১৪ ডিসেম্বর থেকে বিটিআরসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন মো. মহিউদ্দিন আহমেদ। এর আগে তিনি ছিলেন এ নিয়ন্ত্রক সংস্থার ভাইস চেয়ারম্যান।
সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের কারণে তোপের মুখে ছিল বিটিআরসি।
এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টার নির্দেশ একটি তদন্তও হয়েছে।
ওই তদন্ত প্রতিবেদনের বিষয়ে উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে বলা হয়, “গত ১৫-১৬ জুলাই সময়কালে মোবাইল ইন্টারনেট এবং গত ১৮ জুলাই হতে ২৩ জুলাই পর্যন্ত ও ৫ আগস্ট ২০২৪ তারিখে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ও চালু করার বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রশাসনিক অনুমোদন ব্যতিরেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মৌখিক নির্দেশক্রমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় সম্পন্ন করা হয়।”
গত ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই অসুস্থতার কারণ দেখিয়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদ।