দল নিবন্ধন ফিরে পাচ্ছে, এটা আনন্দের, বলেন তাসমিয়া প্রধান।
Published : 19 Mar 2025, 03:49 PM
রাজনৈতিক দল হিসেবে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে বুধবার এ রায় দেন বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি ফয়েজ আহমেদের হাই কোর্ট বেঞ্চ।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
তিনি বিডিনিউজকে বলেন, হাই কোর্টের রায়ে দলটি নিবন্ধন ফিরে পাচ্ছে, এটা আনন্দের।
তাসমিয়া প্রধান বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে এক তৃতীয়াংশ জেলা, ১০০ উপজেলা/থানায় দলীয় কার্যালয় থাকতে হবে। এটা কঠিন শর্ত। আদালত বলেছে, এসব শর্তের ক্ষেত্রে যেন নমনীয় মনোভাব দেখানো হয়।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর নিবন্ধন বাতিল করে গেজেট প্রকাশ করে।
নিবন্ধন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে সে বছরই হাই কোর্টে রিট করেন দলটির সভাপতি তাসমিয়া প্রধান।
রিটের উপর শুনানি নিয়ে রুল জারি করে হাই কোর্ট। রুলে নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশনের গেজেট কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়।
সে সময় নির্বাচন কমিশন বলেছে, জেলা ও উপজেলায় কার্যালয় ও ভোটার না থাকায় দলটির নিবন্ধন বাতিল করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল এসব শর্ত পূরণ করতে ব্যর্থ হলে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করতে পারে।
ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে হাই কোর্ট জাতীয় গণতান্ত্রিক পার্টিকে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল।
২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।
জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাকালীন সভাপতি শফিউল আলম প্রধান মারা যান ২০১৭ সালের ২১ মে। এরপর ২০১৮ সালের ২২ অক্টোবর মারা যান দলটির সভানেত্রী রেহানা প্রধান। পরে তাদের মেয়ে তাসমিয়া প্রধান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নেন।