আমিনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ইডাস) সাধারণ সম্পাদক।
Published : 06 Oct 2024, 05:50 PM
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
ডিএমপির জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বার্তায় জানান, আমিনুল ইসলাম খানকে রোববার বনানী থেকে আটক করা হয়।
গত বছরের ৩১ মার্চ অবসরে যান আমিনুল ইসলাম। বিসিএস ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা আমিনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ইডাস) সাধারণ সম্পাদক।
জন নিরাপত্তা বিভাগের দায়িত্ব পাওয়ার আগে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করেন।
ঠিক কী অভিযোগে আমিনুল ইসলাম খানকে আটক করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানায়নি পুলিশ। তবে ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের পাশাপাশি বিগত সরকারের আস্থাভাজন কর্মকর্তাদেরও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে।