ডিআইজিদের মধ্যে নরেশকে রংপুরে, রংপুরের এমরান হোসেনকে অ্যান্টি টেররিজম, ময়মনসিংহের জাবেদুরকে চট্রগ্রাম ও পিবিআইয়ের বেলায়েতকে বদলি করা হয়েছে খুলনা রেঞ্জে।
Published : 21 Jan 2025, 09:23 PM
জুলাই-অগাস্ট আন্দোলনে সরকার পরিবর্তনের পর পুলিশে দায়িত্বে রদবদলের ধারাবাহিকতায় এবার চারজন অতিরিক্ত ডিআইজিসহ ২০জনকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করে।
বদলি হওয়া চার অতিরিক্ত ডিআইজির মধ্যে ট্যুরিস্ট পুলিশের নরেশ চাকমাকে রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার করা হয়েছে।
রংপুর রেঞ্জের এসএম এমরান হোসেনকে বদলি করা হয়েছে অ্যান্টি টেরোরিজম ইউনিটে। ময়মনসিংহ রেঞ্জের মোহাম্মদ জাবেদুর রহমানের নতুন কর্মস্থল চট্রগ্রাম রেঞ্জ।
পিবিআইয়ের মোহাম্মদ বেলায়েত হোসেনকে বদলি করা হয়েছে খুলনা রেঞ্জে।
এই ২০ জনের মধ্যে চারজন সুপার নিউমারি হিসেবে অতিরিক্ত ডিআইজিতে পদোন্নতিপ্রাপ্ত। এদের মধ্যে সিআইডির পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে উপ কমিশনার হিসাবে খুলনা মহানগর পুলিশে পাঠানো হয়েছে।
বরিশাল মহানগর পুলিশের উপ কমিশনার আলী আশরাফ ভুঞাকে পুলিশ সুপার করে পাঠানো হয়েছে রাঙ্গামাটির বেতবুনিয়ার পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস)
ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদ মইনুল হাসানকে শেরপুরের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং ঢাকা মহানগর পুলিশের জাফর হোসেনকে পিবিআই’র পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
বদলি তালিকায় আট পুলিশ সুপারও রয়েছেন। তাদের মধ্যে শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ সারোয়ার আলমকে ঢাকা মহানগর পুলিশে, রংপুর রেঞ্জের হুমায়ুন কবিরকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে, পিবিআইয়ের মোহাম্মদ আল মামুন শিকদারকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়।
ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ মহিউল ইসলামকে গাজীপুর মহানগর পুলিশে, রাজশাহী মহানগর পুলিশের মো. নাছির উদ্দিন যুবায়েরকে পুলিশ টেলিকমে, খুলনা রেঞ্জের রিয়াজুল কবিরকে সিলেট মহানগর পুলিশে এবং ময়মনসিংহ রেঞ্জের ফয়েজ আহমেদকে খুলনায় (রেঞ্জ রিজার্ভ ফোর্স) বদলির আদেশ হয়েছে।
এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার সুপার নিউমারি হিসেবে পুলিশ সুপার পদমর্যাদায় পদোন্নতি পেয়েছেন এমন তিনজন রয়েছেন এই বদলির তালিকায়।
এদের মধ্যে পুলিশের বিশেষ শাখার (এসবি) রাজিব ফারহানকে ঢাকা রেঞ্জ কার্যালয়ে, পিবিআইয়ের শাহ নূর আলম পাটোয়ারীকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে এবং ঢাকা মহানগর পুলিশের নাজমুন নাহারকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে বদলি করা হয়েছে।