আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের বিরুদ্ধে মুদ্রা পাচার, সরকারের রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
Published : 21 Oct 2024, 09:26 PM
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ পরিবারের আট সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম, মেয়ে সাবরিনা সোবহান, ছেলে সাফওয়ান সোবহান, গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর ও তার স্ত্রী সাবরিনা সোবহান, সাদাত সোবহান ও তার স্ত্রী সোনিয়া ফেরদৌস সোবহান।
সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেয়।
এর আগে দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের বিরুদ্ধে মুদ্রা পাচার, সরকারের রাজস্ব ফাঁকি, ভূমি জবরদখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জনসহ অর্থ স্থানান্তর, হস্তান্তর, রূপান্তরসহ মুদ্রা পাচার প্রতিরোধ আইনের অপরাধের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে।
“গোপনসূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ অর্থ পাচার ও দেশত্যাগের পরিকল্পনা করেছেন। এ কারণে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন,” বলা হয় আবেদনে।