“যে প্রক্রিয়ায় আপনারা দাবি আদায় করতে চাচ্ছেন, এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না,” বলেন তিনি।
Published : 16 Jul 2024, 04:53 PM
কোটা সংস্কারের আন্দোলনে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আন্দোলনকারী ও ছাত্রলীগকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন।
জনসম্পৃক্ত নানা বিষয়ে বক্তব্য দিয়ে আসা আলোচিত এ আইনজীবী আন্দোলন এক মাস স্থগিতের কথা জানিয়ে বলেছেন, আদালতকে না মানলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে।
হাই কোর্টের সামনে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নে তিনি ছাত্রলীগকেও ‘আইন হাতে তুলে না নেওয়ার’ আহ্বান জানান।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসা শিক্ষার্থীদের সঙ্গে সোমবার সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দেন নেতাকর্মীরা। এতে প্রায় ৩০০ জন আহত হন। এরপর মঙ্গলবার সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়। এদিন কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগও।
দুইপক্ষের এমন অবস্থান নিয়ে সায়েদুল হক সুমন বলেন, “একজন সংসদ সদস্য হিসেবে আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনারা এক মাসের জন্য অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত এটাকে (আন্দোলন) স্থগিত করেন। এর ভেতরে আপনারা যদি চান আমরা আপনাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বসব।
“আমি উনার কাছাকাছি থেকে সাক্ষী দিচ্ছি, উনাকে যদি বুঝিয়ে বলা যায়, উনি বোঝেন না এমন কোনো জিনিস নাই। তবে যে প্রক্রিয়ায় আপনারা দাবি আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা সঠিক না।”
সুমন বলেন, "আমি বড় ভাই হিসেবে আপনাদের বলছি, আপনারা আদালতের দিকে একটু দেখেন। এক মাস পরে যদি আপনাদের মনে হয়, না এটা যৌক্তিক সমাধান হয়নি, তাহলে আপনারা আবারও আন্দোলন করতে পারেন।
আরও পড়ুন-
কোটা আন্দোলন: ঢাকার পথে পথে শিক্ষার্থীদের অবরোধ, যানজট
কোটা আন্দোলন: সায়েন্স ল্যাবে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
"আপনাদের পুরো ভবিষ্যৎটা সামনে, আমি চাই না অযথা মুখোমুখি হয়ে আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে সরকারকে কঠিন হাতে আগাতে হবে। সরকারের সামনে আর পথ থাকবে না।”
ছাত্রলীগের উদ্দেশে তিনি বলেন, "আমি ছাত্রলীগকে জানাব, আপনারা প্রকৃতপক্ষে যদি কাউকে প্রতিহত করেন, তাহলে যারা আন্দোলনের বাইরে থেকে এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদেরকে প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। নিজেরা আইন তুলে নেবেন না।”
কোটা আন্দোলনকারীদের আইনি সহায়তার বিষয়ে এ আইনজীবী বলেন, "যদি তারা আদালতে আসে আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসেবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে, আমি তাদের পক্ষে বলব। এরপরও সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না।
“ছাত্রলীগ এবং সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে গতকাল (সোমবার) যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এই পরিস্থিতি যেকোনোভাবে বন্ধ করতে হবে। গতকাল যারা আহত হয়েছে আমি সরকারের কাছে দাবি জানাব, সবাইকে পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করতে।”
আরও পড়ুন-
কোটা: সংঘর্ষ-হামলায় আহত ২৯৭ জনের চিকিৎসা, ঢাকা মেডিকেলে ভর্তি ১২