২০ জুন সকাল ১০টা থেকে ১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
Published : 19 Jun 2023, 10:30 PM
চল্লিশতম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি, তাদের মধ্য থেকে ৪ হাজার ৪৭৮ জনকে নবম থেকে দ্বাদশ গ্রেডের বিভিন্ন নন-ক্যাডার পদে নিয়োগ দেবে সরকার।
সরকারি কর্ম কমিশন (পিএসসি) সোমবার কোন গ্রেডে কতটি পদে নিয়োগ দেওয়া হবে এবং গ্রেডভুক্ত পদগুলোতে নিয়োগের যোগ্যতা উল্লেখ করে প্রার্থীদের পছন্দক্রম জানিয়ে অনলাইনে আবেদন করতে বলেছে।
আগামী ২০ জুন সকাল ১০টা থেকে ১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পদের পছন্দক্রম জানিয়ে অনলাইনে আবেদন করা যাবে।
৪০তম বিসিএসের উত্তীর্ণদের মধ্য থেকে নবম গ্রেডে এক হাজার ৬০৪ জন, ১০ম গ্রেডে এক হাজার ১০৮ জন, ১১তম গ্রেডে ৪০ জন এবং ১২তম গ্রেডে এক হাজার ৭২৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
৪০তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৯৬৩ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি। আর ৮ হাজার ১৬৬ জনকে কৃতকার্য দেখানো হয়।
বিধিমালার কারণে ৪০তম বিসিএসে উত্তীর্ণদের নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া যাচ্ছিল না। গত ১৪ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা সংশোধন করে গেজেট প্রকাশ করেছে।
বিধিমালা সংশোধন হওয়ার পর দীর্ঘ দিন ধরে আটকে থাকা ৪০তম বিসিএস উত্তীর্ণদের নন-ক্যাডার পদে নিয়োগের পদক্ষেপ নিল পিএসসি।
pdf40 BCS Non-Cadre.pdf
Preview