“শিক্ষার্থীরা স্কুলে আসতে ভয় পায়। অভিভাবকরা তাদের স্কুলে পাঠাতে চিন্তা করে,” বলেন হোসেন আলী স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জব্বার হাওলাদার।
Published : 21 Nov 2023, 04:36 PM
ফার্মগেইটে সড়কের পাশে নিজের শিক্ষা প্রতিষ্ঠান তেজগাঁও মডেল স্কুলের শিক্ষক ও অন্য শিক্ষার্থীদের সঙ্গে মানববন্ধনে দাঁড়িয়ে ছিল তাসমিয়া তানিয়া।
অন্যদের মতো তার মধ্যেও শঙ্কা- চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঠিকঠাক মতো স্কুল চলবে তো? নিশ্চিন্তে স্কুলে যাওয়া যাবে তো?
রাজনৈতিক ডামাডোলের মধ্যে নিয়মিত পরীক্ষা দিতে স্কুলে গেলেও হরতাল-অবরোধে রাস্তায় বের হতে সবসময় একটা ভয় কাজ করে তার মধ্যে।
“স্কুলের জন্য বের হলেই ভয় লাগছে। মনে হচ্ছে, কখন যেন মারামারি হয়ে যায়, বাসে আগুন দিয়ে দেয়। এমন পরিবেশ আমরা চাই না। আমরা সুষ্ঠু-সুন্দর পরিবেশে পড়াশুনা করতে চাই।”
হরতাল-অবরোধের মধ্যে নির্বিঘ্নে ক্লাস-পরীক্ষা দিতে ও শিক্ষার নিরাপদ পরিবেশের দাবিতে এদিন তাসমিয়ার প্রতিষ্ঠানসহ মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর বিভিন্ন স্থানে মানববন্ধন করে।
মঙ্গলবার দুপুরে একযোগে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন এসব প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত হরতাল পালন করে।
এর আগে গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ সংঘর্ষের মধ্যে পণ্ড হয়ে গেলে পরদিন হরতালের ডাক দেয় দলটি। এরপর পাঁচ দফায় সারা দেশে মোট ১১ দিন রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধ করেছে তারা।
এসব হরতাল-অবরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে নিয়মিতভাবেই।
ফার্মগেইটের মানববন্ধনে অংশ নেওয়া তেজগাঁও মডেল স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, “আমরা শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ চাই। এমন পরিস্থিতি চলতে থাকলে বাচ্চারা পিছিয়ে পড়বে। ওদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এখন বছরের শেষ। শিক্ষার্থীদের পরীক্ষা চলছে। যদি পরিস্থিতি খারাপ হয়, তাহলে পরীক্ষাও আমরা হয়ত নিতে পারব না। শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে যাবে।”
নাবিস্কো মোড়ে হোসেন আলী স্কুলের শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়।
এই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জব্বার হাওলাদার বলেন, “যেকোনো অস্থিতিশীল পরিবেশে শিক্ষাঙ্গনের পরিবেশ বিঘ্নিত হয়। শিক্ষার্থীরা স্কুলে আসতে ভয় পায়। অভিভাবকরা তাদের স্কুলে পাঠাতে চিন্তা করে। তাদের চিন্তাটা স্বাভাবিকই। কারণ রাস্তায় যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই পরিবেশ যেন না হয়, সেজন্যই আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি।”
তাদের স্কুলে পরীক্ষা চললেও শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে শঙ্কার কারণেই তারা রাস্তায় নেমেছেন বলে জানান এই শিক্ষক।
“শঙ্কা নিয়ে যেন স্কুলে আসতে না হয় শিক্ষার্থীদের, আমরা শিক্ষার নিরাপদ পরিবেশ চাই।”
এই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সজীব আহমেদ বলে, “আমরা নিরাপদে পরীক্ষা দিতে চাই, স্কুলে আসতে চাই। এ ধরণের পরিস্থিতিতে যাতে আমাদের পড়তে না হয়, আমরা সেটাই চাই।”
এদিন মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- নাজনীন স্কুল অ্যান্ড কলেজ, রাজধানী স্কুল, শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজ, তেজগাঁও মহিল কলেজ, প্রভাতী উচ্চ বিদ্যালয়, ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজ, নজরুল স্কুল, বিটিসিএল স্কুল, শেরে বাংলা স্কুল অ্যান্ড কলেজ, শাহানুর মডেল হাই স্কুল, বিজি প্রেস হাই স্কুল, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও কলেজ।