ওই ব্যক্তির পেটে এক্সরে করে ৪১টি পোটলা দেখা যায়, পরে হাসপাতালে নিয়ে সেগুলো বের করা হয়।
Published : 15 Jan 2025, 10:13 PM
পেটের ভেতর ২ হাজার ৯টি ইয়াবা নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন এক ব্যক্তি।
বিমানবন্দরের বলাকা ভবনের পাশ থেকে তাকে আটকের তথ্য বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।
৪১ বছর বয়সী মো. শাহ আলমকে পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে পেট থেকে ইয়াবার ৪১টি পোটলা বের করা হয়।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাকিব হাসান ভূঁইয়া বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৪ ফ্লাইটে তিনি কক্সবাজার থেকে ঢাকায় আসেন। গোপন খবরে তাকে বিমানবন্দরের বলাকা ভবনের পাশ থেকে আটক করা হয়।
রাকিব হাসান বলেন, “তাকে বিমানবন্দর আর্মড পুলিশের অফিসে নেওয়া হলে পেটে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। তখন এক্সরে করে পেটে ৪১টি পোটলা দেখা যায়। এরপর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে সেগুলো বের করা হয়।”
বিমানবন্দর থানায় বুধবার সন্ধ্যায় তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত বছরের ৮ নভেম্বর একইভাবে পেটে ৩ হাজার ৮০টি ইয়াবা নিয়ে ধরা পড়েন জুয়েল মিয়া নামে এক ব্যক্তি। এরপর ১৬ ডিসেম্বর পেটে ৩ হাজার ৫৮৮টি ইয়াবা নিয়ে ধরা পড়েন মো. পলাশ নামে আরও একজন।