Published : 30 Apr 2025, 10:14 PM
জুলাই গণ অভ্যুত্থানের ঘটনার মামলা নিয়ে বক্তব্য দেওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ করা হয়েছে।
বুধবার অভিযোগটি গ্রহণ করে আগামী ১৫ মে মধ্যে তাদের জবাব দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নের্তৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।
”আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি,”– বলে ‘শেখ হাসিনার দেওয়া বক্তব্যের’ একটি অডিও ভাইরাল হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই কথপোকথনের ফরেনসিক পরীক্ষা করে সেটি হাসিনার বলে সত্যতা পায়। এরপরই আদালত অবমাননার আবেদন দাখিল করা হয় ট্রাইব্যুনালে।
আদেশের পর চিফ প্রসিকিউটর এম. তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা ও শাকিল আলমের মধ্যে যে কথপোকথন হয়েছে তার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার প্রক্রিয়ার সাক্ষীদের ভয়ভীতি দেখানো হয়েছে। বিচার প্রক্রিয়াকে তারা বাধাগ্রস্থ করার চেষ্টা করেছেন। যেসব মামলা ট্রাইব্যুনালে রয়েছে সেগুলোকে প্রি-জুডিস করার চেষ্টা করেছেন। এর প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না হলে সাক্ষীরা এ মামলায় সাক্ষ্য দিতে ভয় পাবেন। বিচার ও তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্থ হবে।
তাদের কথপোকথনের ফরেনসিক পরীক্ষা সিআইডির করার তথ্য তুলে ধরে তিনি বলেন, তাতে দেখা গেছে এই কথপোকথন সত্য। এজন্য অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আদালত অবমাননার আবেদন করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দ্রুততম সময়ের মধ্যে পাওয়া যাবে। অয়ন ওসমানসহ আটজনের বিরুদ্ধে পরোয়ানা জুলাই গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানা তামিলের স্বার্থে কারও নাম প্রকাশ না করার কথা বলেন তিনি।
এছাড়া সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় দুই পুলিশ কর্মকর্তাকেও আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এই দুই পুলিশ কর্মকর্তা অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন বলেন জানান তাজুল।
স্বামীকে দেখতে প্যারোল চান দীপু মনি
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী ডা. দীপু মনি অসুস্থ স্বামী তৌফীক নাওয়াজকে দেখতে প্যারোলে মুক্তি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন।
এদিন এ নিয়ে শুনানিতে আবেদনের বিরোধিতা করে চিফ প্রসিকিউটর বলেন, প্যারোল দেওয়ার ক্ষমতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
দীর্ঘ শুনানির পর ট্রাইব্যুনাল বলেছে, আবেদনের উপর কোনো আদেশ দেওয়া হবে না। কারণ এটা দেয়ার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
দীপু মনির স্বামী অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।