ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টাতেও ৪৯২ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
Published : 20 Feb 2025, 08:11 PM
দেশজুড়ে যৌথবাহিনীর অপারেশন ডেভিল হান্ট পরিচালনার ১২ দিনে মোট ১৮ হাজার ৩৮৪ জন গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ সদরদপ্তর বৃহস্পতিবার এক বার্তায় আগের ২৪ ঘণ্টাতেও ডেভিল হান্টে ৪৯২ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে। এর সঙ্গে অন্যান্য মামলা ও পরোয়ানায় আরও ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার হয়েছেন। অভিযানে পাইপ গান, কার্তুজ, চাপাতি ও রামদা জব্দের তথ্যও দিয়েছে পুলিশ।
গাজীপুরে গত ৭ ফেব্রুয়ারি রাতে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর এ বিশেষ অভিযান চালানোর ঘোষণা দেয় সরকার। দেশ ‘অস্থিতিশীলকারীদের’ ধরতে ৮ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে অভিযানে নামে যৌথ বাহিনী।
অভিযান শুরুর প্রথম ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিলেও আলাদাভাবে ‘ডেভিল হান্টে’ কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই তথ্য দিতে দেয়নি পুলিশ। পরদিন থেকে অপারেশন ডেভিল হান্ট এবং মামলা-পরোয়ানায় গ্রেপ্তারের আলাদা আলাদা হিসাব দিচ্ছে পুলিশ।
এ বিশেষ অভিযান চলার মধ্যে বুধবার গভীর রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে জুম্মন ও মিরাজ নামে দুজন নিহত হন। তারা চাঁদ উদ্যান এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে পুলিশের ভাষ্য।
এ বিষয়ে ব্যাখ্যায় আইএসপিআর বলেছে, “চাঁদ উদ্যান এলাকায় ‘ছিনতাইয়ের প্রস্তুতি’ চলার তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টার দিকে যৌথবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। সেসময় যৌথ বাহিনীর সদস্যরা একটি গলির দুই পাশ ঘেরাও করলে ‘সন্ত্রাসীরা’ একটি একতলা ভবনের ছাদ থেকে অতর্কিত গুলি করে। আভিযানিক দলটি আত্মরক্ষার্থে তৎক্ষণাৎ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে এবং ৫ সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।”
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ছাদের ওপর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে পিস্তল, গুলি ও চাপাতি উদ্ধার করা হয়।