“বর্তমানে পিএসসি যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তা থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে,” বলেন তিনি।
Published : 21 Oct 2024, 05:09 PM
কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে কাজ করে পিএসসির ভাবমূর্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন সংস্থাটির নতুন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।
সোমবার পিএসসির সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
মোবাশ্বের মোনেম বলেন, “বর্তমানে পিএসসি যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তা থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পিএসসির ভাবমূর্তি ফিরিয়ে আনতে সবাইকে সততার সাথে কাজ করার বিকল্প নাই।”
সভার শুরুতে সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।