পুলিশের আবেদনের ওপর শুনানি করে সোমবার আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মাহবুব আহমেদ।
Published : 07 Oct 2024, 11:59 AM
আওয়ামী লীগের সাবেক এমপি হাজী সেলিম, ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে চকবাজার থানার শ্রমিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে পুলিশের আবেদনের ওপর শুনানি করে ঢাকার মহানগর হাকিম মাহবুব আহমেদ সোমবার আদেশ দেন।
সকালে কারাগার থেকে তিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর প্লাস্টিক কারখানার কিশোর শ্রমিক মো. রাকিব হাওলাদারকে হত্যার অভিযোগে চকবাজার থানার মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।
শুনানিতে হাজী সেলিম, মানিক ও সৈকতের জামিন চেয়ে কোনো আইনজীবী আবেদন করেননি।
এর আগে গত ২ অক্টোবর চকবাজার মডেল থানার পরিদর্শক মোরাদুল ইসলাম এ মামলায় তাদের তিনজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন। ওই আবেদনের পরদিন ৩ অক্টোবর হাকিম মাহবুব আহমেদ কারাগার থেকে হাজির করে তাদের উপস্থিতিতে আবেদনটির শুনানির দিন ধার্য করেন সোমবার।
মামলার বিবরণে জানা যায়, সরকার পতনের দিন গত ৫ অগাস্ট বেলা সাড়ে ১১টার পর পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে মিছিল বের করেন বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা।যেখানে ১৬ বছর বয়সী রাকিব অংশ নিয়েছিলেন।
“মিছিলটি নাজিম উদ্দিন রোড থেকে বের হয়ে চাঁনখারপুল মোড়ে পৌঁছালে পুলিশ, আওয়ামী লীগ এবং দলটির অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে এবং কাঁদুনে গ্যাস ছোড়ে। ওই সময় রাকিবের পেটের ডান পাশ ফুটো করে গুলি বেরিয়ে যায়।”
গুলিবিদ্ধ রাকিবকে তখনই ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও ‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের বাধার কারণে’ তা সম্ভব হয়নি বলে অভিযোগ করা হয় মামলার আর্জিতে।
এপর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর পৌনে ৩টার দিকে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। “