ঘটনাটিতে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
Published : 20 Feb 2025, 12:40 AM
রাজধানীর উত্তরায় ‘বেপরোয়া’ বাইক চালানোর প্রতিবাদ করা এক দম্পতিকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার তিনজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
বুধবার এক আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম শাহিন রেজা তাদের তিন দিন করে রিমান্ডের আদেশ দেন।
তারা হলেন- মো. আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) ও মেহেদী হাসান সাইফ (২৪)। এর মধ্যে সজীব ও মেহেদীকে বুধবারই গ্রেপ্তার করে পুলিশ। আগের দিন মঙ্গলবার গ্রেপ্তার করা হয় আলফাজকে।
আদালতে উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আতিকুর রহমান বলেন, তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো. দ্বীন ইসলাম তাদের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে পরে বিচারক আদেশ দেন।
এর আগে মঙ্গলবার মোবারক হোসেন ও রবি রায় নামের দুজনকে দুই দিন রিমান্ডের আদেশ দেয় আদালত।
মামলার অভিযোগে বলা হয়, সোমবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে হর্ন বাজিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল কিশোর গ্যাং সদস্যরা। সেসময় রিকশা থেকে মকবুল ও তার স্ত্রী নাসরিন আকতার ইপ্তি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাং সদস্যরা তাদের দলের ২০/২৫ জনকে জড়ো করেন, ওই দম্পতিকে কোপান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা যায়, দুই যুবক সেই দম্পতিকে রাম দা দিয়ে কোপ দিচ্ছে। পরবর্তীতে হামলাকারীদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় লোকজন।
গ্রেপ্তার আফলাজ ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করেছিলেন বলে পরে পুলিশ জানায়।
আরও পড়ুন-
উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় দুজন রিমান্ডে
উত্তরায় দম্পতিকে 'কোপ দেওয়া' যুবক গ্রেপ্তার
'বেপরোয়া' বাইক চালানোর প্রতিবাদ করায় দম্পতির ওপর হামলার অভিযোগ