“আমরা আশাবাদী, এ বছর কোনো সমস্যা হবে না,” বলেন তিনি।
Published : 04 Sep 2024, 07:57 PM
নিয়মিত ও বিশেষ কর্মসূচির মাধ্যমে এবার এইডিস মশার প্রজননস্থল নিধন করে সফলভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রত্যাশা করছেন ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) প্রশাসক মহ. শের আলী।
মশা নিধনে ডিএসসিসিতে বুধবার মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করে তিনি বলেছেন, “এইডিস মশার লার্ভা বিনষ্ট এবং জীবন্ত ও উড়ন্ত মশা নিধনের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিতভাবে ‘লার্ভিসাইডিং’ ও ‘অ্যাডাল্টিসাইডিং’ করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর ঠিকানা অনুযায়ী মশা নিধন কার্যক্রম পরিচালনা করে থাকি।
“ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত ও বিশেষ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ সকল কার্যক্রমের মাধ্যমে এবার সফলভাবে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ করতে পারব বলে আমরা আশাবাদী।”
ডেঙ্গু নিয়ন্ত্রণে এ বছর প্রাকৃতিক পরিবেশ ‘অনুকূলে’ ছিল দাবি করে তিনি বলেন, “তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে এইডিস মশা ‘বাঁচতে পারে না’। এ বছর একটি নির্ধারিত সময় পর্যন্ত তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল।
“ফলে, তাপমাত্রার কারণে মশার ঘনত্ব বা বিস্তার অনেকটাই কমে গেছে এবং পরিবেশ-পরিস্থিতি আমাদের জন্য অনেকটাই অনুকূলে ছিল। আমরা আশাবাদী, এ বছর কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলে আমরা তাৎক্ষণিকভাবে রেসপন্স করব।”
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ফজলে শামসুল কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহতাব আহমেদ, সিস্টেম এনালিস্ট মো. আবু তৈয়ব রোকন ও নির্বাহী প্রকৌশলী নূর মোহাম্মদ এসময় উপস্থিত ছিলেন।