বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার সহায়তার কথা তুলে ধরে ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’ প্রকল্পের কাজ সময়মত শেষ করার তাগিদ দিয়েছেন তিনি।
Published : 30 Dec 2024, 08:08 PM
ভিসা পদ্ধতি সহজ করাসহ বাংলাদেশ থেকে আরও দক্ষ এবং আধা দক্ষ জনশক্তি নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন পরিচয়পত্র পেশ করতে সোমবার বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক দিন দিন সম্প্রসারিত হচ্ছে।
বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার সহায়তার কথা তুলে ধরে ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’ প্রকল্পের কাজ সময়মত শেষ করার তাগিদ দেন তিনি।
বাংলাদেশি শিক্ষার্থীরা যাতে রাশিয়ায় উচ্চ শিক্ষার সুযোগ আরও বেশি পায়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন রাষ্ট্রপতি।
রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনে রাশিয়া মিয়ানমারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে বলেও তিনি প্রত্যাশা করেন।
বাংলাদেশ যে রাশিয়া থেকে গম ও সারসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানি করে, সে কথা তুলে ধরে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বাংলাদেশে দায়িত্ব পালনের সময় সার্বিক সহযোগিতা কামনা করেন।