গত ১৭ সেপ্টেম্বর এ আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা।
Published : 22 Sep 2024, 12:44 PM
তেজগাঁও থানার রমিজ উদ্দিন হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিসহ সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার বাকিরা হলেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা।
এ বিষয়ে পুলিশের আবেদনের ওপর রোববার শুনানি নিয়ে তা মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সাদ্দাম হোসেন।
রমিজ উদ্দিন হত্যা মামলায় ওই সাতজনকে গ্রেপ্তার দেখাতে গত ১৭ সেপ্টেম্বর আবেদন করেন তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক সোহেল রানা। সেদিন তাদেরকে আদালতে হাজির না করায় ওই আবেদনের শুনানির জন্য ২২ সেপ্টেম্বর দিন ঠিক করা হয়।
রোববার সকালে তাদের আদালতে হাজির করা হলে গ্রেপ্তার দেখিয়ে আদেশ দেন বিচারক। এরপর আসামিদের জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন।
শুনানিতে আইনজীবী শাহীন বলেন, “এরা সাবেক সংসদ সদস্য এবং মন্ত্রী, দুজন সাংবাদিক এবং একজন পুলিশের সাবেক কর্মকর্তা। তাদেরকে শুধুমাত্র হয়রানি করার জন্য এ মামলায় জড়ানো হয়েছে। তারা এই ঘটনা সম্পর্কে কোনো কিছু জানে না।”
তিনি বলেন, “তাদেরকে বিভিন্ন মামলায় বারবার গ্রেপ্তার দেখানো হচ্ছে, বারবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এভাবে হয়রানি করলে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। শুধুমাত্র রাজনৈতিক হয়রানির জন্য এভাবে বারবার গ্রেপ্তার করা, বারবার রিমান্ডে দেয়া মানবাধিকারের লঙ্ঘন।
“এরমধ্যে দুজন নারী আছেন, রাশেদ খান মেনন, ইনু এরা বয়োজ্যেষ্ঠ নাগরিক- এদেরকে বারবার হয়রানি করার কোনো যৌক্তিকতা নেই। তারা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি। তাদেরকে জামিন দেওয়া হলে তারা পলাতক হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি যেকোনো শর্তে তাদের জামিনের জন্য আবেদন করছি।”
জামিন আবেদনের বিরোধিতা করে শুনানি করে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ৪ অগাস্ট তেজগাঁওয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান রমিজ উদ্দিন আহমদ। এ ঘটনায় ৭ সেপ্টেম্বর রমিজের বাবা এ কে এম রকিবুল হাসান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন।