প্রকৌশলী আশিকুর রহমানের স্বেচ্ছা অবসরের আবেদন গ্রহণ করেছেন ডিএসসিসির প্রশাসক।
Published : 07 Sep 2024, 07:14 PM
সরকার পতনের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমানের করা স্বেচ্ছা অবসরের আবেদন তিন সপ্তাহ পর গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
ডিএসসিসির প্রশাসক মহ. শের আলী স্বাক্ষরিত বৃহস্পতিবারের এক আদেশে বলা হয়েছে, “আশিকুর রহমান গত ১৩ অগাস্ট স্বেচ্ছায় ঐচ্ছিক অবসরের আবেদন করেছিলেন। সরকারি চাকরি আইন অনুযায়ী তার আবেদন গ্রহণ করে ৫ সেপ্টেম্বর থেকে অবসর দেওয়া হল।”
এর আগে বৃহস্পতিবার আরেকটি আদেশে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর পদ থেকে তাকে সরিয়ে মূল পদ অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদে ফেরত পাঠানো হয়।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।
ক্ষমতার পালাবদলে কর্মকর্তা-কর্মচারীদের দাবি ও বিক্ষোভের মুখে ১৩ অগাস্ট ঐচ্ছিক অবসরের আবেদন করেন আশিকুর রহমান। সেদিন এক আবেদনে তিনি বলেছিলেন, “ব্যক্তিগত প্রয়োজনে আমি অবসর গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করলাম। প্রযোজ্য আইন অনুসারে আমার ঐচ্ছিক অবসর সময়মত সদয় বিবেচনার জন্য বিনীত অনুরোধ।”
অবসরের আবেদন করলেও ক্ষমতার পটপরিবর্তনে ডিএসসিসির মেয়র অনুপস্থিত থাকায় জটিলতা তৈরি হয়। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগে দেওয়া চিঠিতে বলা হয়, “ডিএসসিসির মেয়র কর্মস্থলে অনুপস্থিত থাকায় প্রধান প্রকৌশলীর অবসরের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি।”
এরপর গত ২ সেপ্টেম্বর প্রায় শতাধিক লোক সঙ্গে নিয়ে নগর ভবনে যান আশিকুর। সেদিন থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিয়মিত তার কার্যালয়ে বসছিলেন।
ডিএসসিসির কর্মকর্তারা বলেন, আশিকুর রহমান যাদের নিয়ে নগর ভবনে গিয়েছিলেন, তারা নিজেদের বিএনপি নেতা ইশরাকের অনুসারী হিসেবে পরিচয় দেন। বৃহস্পতিবার পর্যন্ত তারা ওই প্রকৌশলীর সঙ্গে ছিলেন।
বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে বৃহস্পতিবার বিবৃতি দেন ইশরাক হোসেন। তার নাম ভাঙিয়ে চাঁদাবাজিসহ অপরাধমূলক কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
ওই দিনই প্রকৌশলীর স্বেচ্ছা অবসরের আবেদন গ্রহণ করে আদেশ জারি করে সিটি করপোরেশন।