সবমিলিয়ে ঢাকার সাত হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।
Published : 19 Sep 2024, 11:40 AM
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিবকে গুলি করে হত্যা মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে পুলিশের আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানি নিয়ে তা মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আরিফুর রহমান।
বিচারপতি মানিককে এই মামলায় গ্রেপ্তার দেখাতে মঙ্গলবার আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই খোকন মিয়া। ওই আবেদনের শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের ঢাকার সাত হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো। এর আগে বুধবার মানিককে বাড্ডা থানার চারটি এবং আদাবর ও লালবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ২৩ অগাস্ট সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার মামলায় মঙ্গলবার সিলেটে জামিন পান বিচারপতি মানিক। তবে ঢাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় ওই দিন বিকালে হেলিকপ্টার যোগে তাকে কেরাণীগঞ্জ কারাগারে আনা হয়।