তাকে আগামী ৩০ নভেম্বর বেলা ১২টায় দুদকের সেগুন বাগিচা কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
Published : 27 Oct 2024, 07:19 PM
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তলবের নোটিসে তাকে আগামী ৩০ নভেম্বর বেলা ১২টায় দুদকের সেগুন বাগিচা কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম রোববার সাংবাদিকদের বলেন, এ বিষয়ে গঠিত অনুসন্ধান টিমের প্রধান, দুদকের উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা গত মঙ্গলবার এই তলবের নোটিস পাঠান।
তলবের ওই চিঠি শরীফ আহমেদের ময়মনসিংহের তারাকান্দার বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে।
‘ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের’ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গত ২৫ অগাস্ট দুদক এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।