উভয় দিক থেকে নাগরিকদের চলাচলকে সহজ করতে চায় দুই দেশ
Published : 30 May 2024, 11:37 PM
নাগরিকদের প্রত্যর্পণ ও পারস্পরিক যাতায়াত সংক্রান্ত বিষয়ে সমন্বয় ও সহযোগিতার বিষয়ে বিস্তৃত পরিসরে আলোচনা করেছে বাংলাদেশ ও ভারত সরকার।
বুধবার নয়া দিল্লিতে চতুর্থ ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপে এ বিষয়ে আলোচনা হওয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচারক রকিবুল হক বাংলাদেশ প্রতিনিধিদল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমান পুরি ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “কনস্যুলার ইস্যু, ভিসা সংক্রান্ত, প্রত্যাবাসন, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স ট্রিটি (এমএলএটি) এবং প্রত্যর্পণসহ বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় ও সহযোগিতা জোরদারের ব্যবস্থাপনা নিয়ে বিস্তৃত পরিসরে আলোচনা করেছে উভয়পক্ষ।”
উভয় দিক থেকে নাগরিকদের চলাচলকে সহজ করতে দ্বিপক্ষীয় রিভাইসড ট্রাভেল অ্যাগ্রিমেন্টকে (আরটিএ) আরও শক্তিশালী করার বিষয়ে দুইপক্ষ একমত হয়েছে বলেও উল্লেখ করা হয় এতে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগকে জোরদার করার উদ্দেশ্যে কনস্যুলার, ভিসা এবং পারস্পরিক আইনি সহায়তার বিষয়ে নিয়মিত যোগাযোগের পথ হিসাবে ২০১৭ সালে এ সংলাপ শুরু হয়েছিল।
দুদেশের সুবিধাজনক সময়ে ঢাকায় কনস্যুলার সংলাপের পরবর্তী বৈঠক হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।