উত্তরাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। এতে সাময়িক বন্যা পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে সতর্কীকরণ কেন্দ্র।
Published : 13 Jun 2024, 10:30 PM
জ্যৈষ্ঠের তীব্র গরমে রাজধানীতে স্বস্তির পরশ বোলাল শেষ বিকেলের বৃষ্টি। এক ঘণ্টায় বেশ ভালোই ঝরেছে আকাশ। তবে ঢাকার চেয়ে বেশি বৃষ্টি হয়েছে দেশের উত্তর পূর্বের বিভাগীয় শহর সিলেটে।
ঈদের তিন দিনের ছুটি শুরু হওয়ার আগে দুই দিনের সাপ্তাহিক ছুটি। অফিস সময় শেষে ঢাকা ছাড়ার যখন তাড়া, সেই সময়ে বৃহস্পতিবার বিকালে কালো হয়ে আসে আকাশ। দেখে মনে হচ্ছিল বর্ষাকাল।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, এক ঘণ্টায় ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রাজধানীতে ভারি বৃষ্টি আর দুর্ভোগ শব্দ দুটি থাকে পাশাপাশি। এর ব্যতিক্রম হয়নি এবারও। নগরীর বিভিন্ন জায়গায় সাময়িক জলজটে পড়তে হয় ঘরমুখো নাগরিকদের, পানি জমে বাড়িমুখি ঈদ যাত্রাতেও ঘটে ব্যাঘাত।
ঢাকার তুলনায় সিলেটে বৃষ্টি আরও বেশি। কেবল শেষ বিকালের এক ঘণ্টা না, গত ২৪ ঘণ্টায় বহুবার ঝরেছে আকাশ।
আবহাওয়া অধিদপ্তর এই নগরে ২৪ ঘণ্টায় ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ।
তবে দেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির দেখা মেলেনি। খুলনা বিভাগ ও রাজশাহী, পাবনা জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘূর্ণিঝড় রেমালের পরপরই দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু ধীরে ধীরে ‘সেট’ হচ্ছিল। পুরো দেশে বিস্তার হয়ে এ সময়ে আরও বেশি বৃষ্টি হওয়ার কথা। কিন্তু এখন খানিকটা দুর্বল রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু।”
১৭ জুনের পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানান তিনি।
ঈদের দিন চট্টগ্রাম, সিলেট, রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঢাকা, রাজশাহী ও বরিশালে বৃষ্টির বাগড়া থাকবে না বলেও জানিয়েছেন ওমর ফারুক।
উত্তরাঞ্চলে নদ-নদীর পানি বাড়ছে
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রহমান জানান, দেশের উজানে ভারতের আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারি বর্ষণ হচ্ছে। ফলে আগামী সাত দিনে মেঘনা অববাহিকায় উত্তর পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বাড়তে পারে দ্রুত। এতে কিছু পয়েন্টে পানি বিপদসীমার ওপরে যেতে পারে।
উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি বেড়ে তিস্তার কয়েকটি পয়েন্টে স্বল্পমেয়াদে বিপদসীমার ওপরে বয়ে যেতে পারে।
ঈদের আগে গরম কমার 'সম্ভাবনা নেই'