সোমবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
Published : 25 Jun 2024, 12:12 AM
বর্ষা মৌসুমেও দেশের বড় এলাকাজুড়ে বয়ে যাচ্ছে মৃদু তাপ্প্রবাহ, যা কয়েকদিন স্থায়ী হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বলছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশের বেশির ভাগ অঞ্চলেই দেখা দিয়েছে বৃষ্টিহীনতা।
সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মৃদু তাপ্প্রবাহ কয়েকদিন অব্যাহত থাকবে। তবে বুধবারের পর বৃষ্টিপাত বাড়লে তাপমাত্রাও কমে আসবে। এছাড়া কয়েকটি স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।”
সোমবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সিলেটে ৫৫ মিলিমিটার, ঝালকাঠিতে ২১ মিলিমিটার, পিরোজপুরে ১৩ মিলিমিটার, ব্রাহ্মণবাড়িয়ায় ১২ মিলিমিটার এবং রাঙামাটিতে ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তবে ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকা ছিল বৃষ্টিহীন।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, রংপুর, সৈয়দপুর এবং পটুয়াখালী জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওইদিন সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।