ঠিক কীভাবে সে ছাড় থেকে পড়ে গেল, তা বলতে পারেননি স্বজনরা।
Published : 14 Feb 2025, 11:26 PM
রাজধানীর কামরাঙ্গীরচরে ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মো. আমানউল্লাহ নামের শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সে ছাদ থেকে পড়ে যায় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, শিশুটির মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
শিশুটির ফুপু মনি বেগম হাসপাতালে সাংবাদিকদের বলেন, ওই ভবনের দ্বিতীয় তলায় তারা ভাড়া থাকেন। আমানুল্লাহ বিকেলে খেলার জন্য ভবনের ছয় তালার ছাদে উঠেছিল।
“যে কোনোভাবে অসাবধানতাবশত সে উপর থেকে নিচে পড়ে যায়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”
আমানউল্লাহর বাবা ওমর ফারুক দুবাই প্রবাসী। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।