“কতটা সরল মানুষ ছিলেন তিনি, কতটা জ্ঞানী ছিলেন," বলেন অধ্যাপক ইউনূস।
Published : 31 Dec 2024, 01:50 PM
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সরকারপ্রধান ঢাকায় ভারতীয় হাই কমিশনে গিয়ে প্রয়াতের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, হাই কমিশনে খোলা শোক বইয়েও লেখেন মুহাম্মদ ইউনূস।
আর হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় অধ্যাপক ইউনূস তার দীর্ঘদিনের বন্ধু মনমোহনের স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, “কতটা সরল মানুষ ছিলেন তিনি, কতটা জ্ঞানী ছিলেন!"
ভারতকে বিশ্ব অর্থনৈতিক শক্তিতে পরিণত করার ক্ষেত্রে মনমোহন সিং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ৯২ বছর বয়সে বৃহস্পতিবার রাতে নয়া দিল্লির একটি হাসপাতালে মারা যান। ‘ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি' হিসাবে পরিচিত মনমোহন ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স সরকারের দুই মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন।
গত শনিবার নয়া দিল্লির নিগমবোধ ঘাট শশ্মানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।