বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার দেশবাসীকে এই তথ্য অবহিত করেছে টিসিবি।
Published : 14 Sep 2024, 08:15 PM
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে রোববার থেকে সারা দেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে, যার আওতায় সাশ্রয়ী মূল্যে ফ্যামিলি কার্ডধারী দেশের এক কোটি পরিবারকে চাল, ভোজ্যতেল ও মসুর ডাল দেওয়া হবে।
শনিবার টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে দেশবাসীকে এই তথ্য অবহিত করা হয়েছে।
জুলাইয়ের আন্দোলন এবং অগাস্টের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মধ্যেও টিসিবির কার্যক্রম অব্যাহত ছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন হুমায়ুন কবির।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিটি করপোরেশন, জেলা ও উপজেলার টিসিবির নিজস্ব ডিলারের দোকান বা তাদের নির্দিষ্ট স্থায়ী স্থাপনা থেকে এক কোটি পরিবার ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্য তেল ও ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।
জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী বিক্রির কার্যক্রম পরিচালনা করা হবে।
কার্ডধারী ভোক্তারা নির্ধারিত ডিলারের কাছ থেকে ভর্তুকি মূল্যে পণ্যগুলো (চাল, ভোজ্য তেল ও ডাল) কিনতে পারবেন।