রফিকুল ইসলামকে আদালতে হাজির করে তার রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
Published : 18 Oct 2024, 09:10 PM
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে ১১ বছর আগে বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির মামলায় গুলশান থানার সাবেক ওসি রফিকুল ইসলামকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
শুক্রবার শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম ফারজানা শাকিলা সুমু চৌধুরী তাকে চার দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।
রফিকুলকে এদিন আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রায়হানুল ইসলাম সৈকত। রাষ্ট্রপক্ষে কৌঁসুলি ওমর ফারুক ফারুকী শুনানি করেন।
আর আসামির আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে বিচারক আদেশ দেন।
গুলশান থানায় মামলাটি দায়ের করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মো. শরীফুল ইসলাম।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পুলিশের সাবেক কয়েকজন আইজিসহ ১১৩ জনের নাম রয়েছে।
২০১৩ সালের ডিসেম্বরে এক কর্মসূচিকে কেন্দ্র করে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসার সামনে বালুর ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।
এজাহারে বলা হয়, ২০১৪ সালের সংসদ নির্বাচনের বিরোধিতা করে বিএনপি আন্দোলন শুরু করে এবং বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে। সেসময় আওয়ামী লীগ সরকার সব দাবি প্রত্যাখ্যান করে ‘ভোটারবিহীন’ নির্বাচন করার প্রস্তুতি নেয়। এর প্রতিবাদে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিএনপি ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণা করে।
ওই কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অংশ নেওয়ার কথা থাকলেও পরিকল্পিতভাবে গুলশানের বাসার সামনে ৫/৬টি বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। পুলিশের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরাও বাসার সামনে অবস্থান নেয়।
এ ধরনের কাজ করে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা, জনমনে আতঙ্ক সৃষ্টি করা, চলাচলে বাধাদান, অবৈধভাবে আটকে রাখার অভিযোগ আনা হয়েছে মামলায়।
আসামিদের মধ্যে শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পুলিশের সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ ও শহীদুল ইসলাম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া, মনিরুল ইসলাম ও ইকবাল বাহার ছাড়াও কেন্দ্রীয়, মহানগর ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম দেওয়া হয়েছে। অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করার কথা বলা হয়েছে মামলায়।
পুরনো খবর
খালেদার বাসায় বালুর ট্রাক: ১১ বছর পর হাসিনাসহ ১১৩ জনের নামে মামলা