মার্চ মাসের মত ১২ কেজির সিলিন্ডার কিনতে হবে ১ হাজার ৪৫০ টাকায়।
Published : 06 Apr 2025, 06:47 PM
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে তরল পেট্রোলিয়াম গ্যাস-এলপিজির দাম কেজিপ্রতি এক পয়সা কমানো হয়েছে।
তবে রান্নায় বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। এপ্রিলে ১ হাজার ৪৫০ টাকায় কিনতে হবে এই সিলিন্ডার, আগের মাসে ভোক্তা পর্যায়ে এই দামই ছিল।
রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন এ দাম ঘোষণা করেন। সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দর কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান বলেন, বেসরকারি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১২০ টাকা ৮০ পয়সা, যা মার্চ মাসে ছিল ১২০ টাকা ৮১ পয়সা।
সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রয়েছে।
আর যানবাহনে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৬ টাকা ৪১ পয়সা, যা আগের মাসে ছিল ৬৬ টাকা ৪৩ পয়সা।
এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিদেশ থেকে আমদানি করতে হয়। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি আরামকোর কার্গো মূল্যকে (সিপি) ভিত্তিমূল্য ধরে বিইআরসি দেশের বাজারে এলপিজির দাম সমন্বয় করে।
২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি।