এক প্রশ্নে অপূর্ব বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অনেকে আপসেট। সেদিকে সরকারের বিশেষ নজর রয়েছে।
Published : 08 Oct 2024, 09:22 PM
বৌদ্ধ ধর্মের কঠিন চীবর দান অনুষ্ঠান নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
তিনি বলেছেন, “তাদের (বৌদ্ধ ধর্মের নেতাদের) সঙ্গে কথা হবে, তাদের উদ্বেগ শুনে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
বিদ্যমান পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে এ বছর রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসব উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ।
গত রোববার রাঙামাটি বনরূপা মৈত্রী বিহারে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের।
তাদের এই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে রাঙামাটি রাজবন বিহারও। সংবাদ সম্মেলনে তিন পার্বত্য জেলার ১৫টি বৌদ্ধ ভিক্ষু সংঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতায় বিহারে হামলা, ভাঙচুর, লুটপাটসহ শতাধিক দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর প্রশাসনের প্রতি আস্থা নেই জানিয়ে ওইদিন শ্রদ্ধালংকার বলেন, গোটা বৌদ্ধ সমাজ ও ভিক্ষু সংঘ উদ্বিগ্ন-শঙ্কিত। এমন অনিশ্চিত ও নিরাপত্তাহীন পরিবেশে কঠিন চীবর দান অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে তারা উৎসাহ পাচ্ছেন না।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের এমন শঙকার মধ্যে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিবের এমন আশ্বাসের কথা এলো।
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে অপূর্ব জাহাঙ্গীর বলেন, “হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে যে নিরাপত্তার উদ্বেগগুলো দেওয়া হয়েছিল সেসব বিষয় নিয়ে সরকার বিশেষভাবে কাজ করছে। পূজামণ্ডপগুলোতে আইপি ক্যামেরার মাধ্যমে ইউএনও অফিস ও থানা থেকে মনিটরিং করা হবে। সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য জরুরি সেবা দেওয়ার জন্য বিশেষ টিম কাজ করবে। পুলিশ, র্যাবের টহল ও গোয়েন্দা সংস্থার টিম কাজ করবে।”
পূজা উদযাপনের জন্য একদিনের বাড়তি ছুটির ঘোষণা দেওয়ার তথ্যও জানান তিনি।
এক প্রশ্নে অপূর্ব বলেন, “দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অনেকে আপসেট। সেদিকে সরকারের বিশেষ নজর রয়েছে।
“সাড়ে চার কোটি ডিম আমদানির জন্য সাতটি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ভোক্তা অধিকার থেকে বাজার মনিটরিং করা হচ্ছে। ১০ সদস্যের বিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।”
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল থেকে আহত-নিহতদের তালিকা নিয়েছে জানিয়ে তিনি বলেন, “যারা আহত নিহত হয়েছে তাদের তথ্য নেওয়া হয়েছে। দু-একদিনের মধ্যেই তারা কাজ শুরু করবে। হটলাইন নম্বর দুই দিনের মধ্যে কাজ শুরু করবে। নম্বরটি হচ্ছে ১৬০০০। ২৪ ঘণ্টার জন্য এই হটলাইন নম্বর চালু থাকবে। যেকোনো ধরনের সহায়তা ও তথ্য সেবা পাওয়া যাবে এই নম্বরে।”
ফাউন্ডেশনের ওয়েবসাইট ‘জেএসএসএফবিডি ডটকম’ এ সব তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে সংযুক্ত আমিরাতে গেছেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে। এ বিষয়টিও সংবাদ সম্মেলনে তোলা হয়।
সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান অবস্থান জানতে চাইলে উপ প্রেস সচিব বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবহিত করা হয়েছে। আমরা এ বিষয়ে অবগত নই। অবগত হলে জানাব।”