অবরোধের মধ্যে বিজিবির পাশাপাশি র্যাবও সড়কে টহল জোরদার করেছে।
Published : 23 Nov 2023, 10:15 AM
বিএনপির ডাকা অবরোধের মধ্যে নাশকতা ও সহিংসতা ঠেকাতে সারা দেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে ঢাকা ও আশেপাশের জেলায় টহল দিচ্ছে ২৮ প্লাটুন বিজিবি; প্রতি প্লাটুনে থাকেন ৩০ জন বিজিবি সদস্য।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বৃহস্পতিবার সকালে বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে ঢাকাসহ সারা দেশে ২৩৩ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এছাড়া পর্যাপ্ত বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই (প্রস্তুত) রয়েছে।”
সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পর থেকে হরতাল-অবরোধের পুরনো কর্মসূচিতে ফিরেছে বিএনপি ও সমমনা দলগুলো। দফায় এসব কর্মসূচির মধ্যে সড়কে যানবাহনে আগুন ও ভাঙচুরের খবর আসছে।
এই পরিস্থিতিতে সারা দেশে র্যাবের ৪২৮টি দল টইল দিচ্ছে। এর মধ্যে ঢাকায় র্যাবের ১৪২টি দল সড়কে নজর রাখছে।
নাশকতা ও সহিংসতা ঠেকাতে বাসস্ট্যান্ড ও রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি অব্যাহত রেখেছে র্যাবের গোয়েন্দারা।