প্রতি পত্রের জন্য ১৫০ টাকা করে ফি দিতে হবে।
Published : 26 Nov 2023, 03:42 PM
এইচএসসি ও সমমান পরীক্ষায় যারা প্রত্যাশিত ফল পায়নি, তারা আগামী ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ফল পুনঃনিরীক্ষণের আবেদন কেবল টেলিটক থেকে করা যাবে।
আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
ফিরতি এসএমএসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে।
পরে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে।
ফল পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের একাধিক পত্রের (যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে) জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে ‘কমা’ দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে।
দ্বি-পত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে দুইটিপত্রেই আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
প্রতি পত্রের জন্য ১৫০ টাকা করে ফি দিতে হবে।
রোববার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবেন।
পরে দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বেলা ১১টা থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাচ্ছে।
গত ১৭ অগাস্ট শুরু হওয়া ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন।
এর মধ্যে পাস করেছে ৭৮ দশমিক ৬৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন।
করোনাভাইরাস মহামারীর পর এবারই প্রথম পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়।